-->

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৯ || ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফলাফল || Madhyamik Result 2019

Madhyamik Result 2019

Madhyamik Result 2019

মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৯ 



পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা ২০১৯ রেজাল্ট (Madhyamik Result 2019) প্রকাশ হবে ২১ মে। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক ২০১৯ ফলাফল প্রকাশ পাবে। প্রতি বছরের ন্যায় সকাল নটায় সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল দশটার পর থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরনের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রী দশটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে। সূত্রের খবর, এবছর মার্কশিটে সচিবের বদলে প্রশাসকের সই থাকবে বলে জানা যাচ্ছে।

মাধ্যমিক পরীক্ষা ২০১৯ বা ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল  ১২ ফেব্রুয়ারি ২০১৯ এবং শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি ২০১৯।

অধীর আগ্রহের সাথে সকল ছাত্র ছাত্রীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনার মাধ্যমে।

অনেকের সমস্যা থাকে কিভাবে জানাযাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।তাই আমরা বিস্তারিত সকল ্পদ্ধতিগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের পোস্টটি ভালো করে পড়লে আপনাদের ফলাফল জানতে কোনো সমস্যা সৃষ্টি হবে না।



➽ মাধ্যমিকের রেজাল্ট জানার ওয়েবসাইট -

মাধ্য়মিকের ফলাফল জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট গুলি আপনাদের নজরে রাখতে হবে। এই ওয়েবসাইট গুলি থেকেই মাধ্যমিক পরীক্ষা ২০১৯ ফলাফল জানতে পারবেন।তবে খেয়াল রাখবেন,সমগ্র বাংলা ব্যাপী কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী তাদের ফলাফল জানার জন্য এই ওয়েবসাইট গুলিতেই প্রবেশ করবে, তাই বেশি ট্রাফিকের কারনে কোনো কোনো কারনে ওয়েবসাইট ডাউন থাকতে পারে, সেক্ষেত্রে অন্যান্য সকল ওয়েবসাইট গুলি একবার করে চোখ বুলিয়ে নেওয়াই ভালো।
http://www.wbbse.org
http://www.wbresults.nic.in
http://www.exametc.com
http://www.indiaresults.com
http://www.knowyourresult.com
http://www.examresults.net

➽ SMS এর মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট জানুন-

এসএমএসেও জানা যাবে মাধ্যমিকের ফল। এক্ষেত্রে মোবাইলে WB10<স্পেস> রোল নম্বর লিখে 56070, 54242 , 5676750 , 58888 কিংবা 56263 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

➽ এবার দেখে নিন কীভাবে মাধ্যমিক পরীক্ষা ২০১৯ রেজাল্ট দেখবেন

মাধ্যমিক পরীক্ষা ২০১৯ রেজাল্ট (Madhyamik Result 2019) জানার জন্য পর্যায়ক্রমে একটু নমুনা আপনাদের সুবিধার্থে দেখেনো হল। এই পর্যায়গুলি অনুসরণ করে নিজে চেষ্টা করুন--

★ ধাপ-১ : প্রথমে লগ ইন করুন অফিসিয়াল wbresults.nic.in


★ ধাপ-২ : এরপর WB Board Results 2019 এই ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করে ‌যান

একটি নতুন পেজ খুলবে। নিচের ছবিটির মত
Madhyamik Result 2019


★ ধাপ-৩ : এখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে
ফর্ম পূরণ করার পর সাবমিট করে দিতে হবে


★ ধাপ-৪ : ফল স্ক্রিনে ভেসে উঠবে

★ ধাপ-৫ : সেটি ভালো করে যাচাই করে, ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

বি: দ্র: মনে রাখবেন ফল দেখার সময় আগে থেকে হাতের কাছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন।



Tag- Madhyamik Result 2019, মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৯ , #মাধ্যমিক পরীক্ষা ফলাফল ২০১৯, মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল ২০১৯, মধ্যমিকেত ফলাফল কিভাবে জানবো, মাধ্যমিক রেজাল্ট দেখায় সাইট, মাধ্যমিক ২০১৯ রেজাল্ট কবে প্রকাশ হবে, মাধ্যমিক ২০১৯ রেজাল্ট কিভাবে দেখবো, MP Result 2019, Madhyamik Porikkha result 2019, Madhaymik Result 2019 Date, Madhyamik Result 2019 West Bengal, WB Board 10th Class Result 2019, WB Board 10th Class Result 2019 Date, WB Board Madhyamik Result, WB Board Result 2019, WB Madhyamik Result 2019, WBBSE 10th Result 2019, WBBSE Madhyamik Result 2019, WBBSE Result 2019, West Bengal 10th Result 2019, West Bengal Board Madhyamik Result 2019, West Bengal Board Result 2019, West Bengal Madhyamik Result 2019
 

Delivered by FeedBurner