-->

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

West Bengal Higher Secondary Result 2019 || উচ্চ মাধ্যমিক ২০১৯ ফলাফল || উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯

West Bengal Higher Secondary Result 2019

২০১৯ সালের পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ আয়োজিত উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯ প্রকাশ হতে চলেছে ২৭ মে। উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা ২০১৯ ফলাফল প্রকাশ পাবে। প্রতি বছরের ন্যায় সকাল নটায় সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল দশটার পর থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরনের কাজ শুরু হবে। সকল ছাত্র-ছাত্রী দশটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবে।

  • Name of the Board: West Bengal Council of Higher Secondary Education.
  • Class: 12th Class ( Higher Secondary School)
  • Name of Result: WBCHSE Board 12th Exam Result 2019, West Bengal Higher Secondary Result 2019
  • Official Website: www.wbresults.nic.in

♠ ২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার টুকিটাকি খবর-

২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ২০১৯। এবং পরীক্ষা চলে ১৩মার্চ ২০্১৯ পর্যন্ত। বিগত প্রায় দুই মাস ধরে বহু উৎকন্ঠার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা তাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত। আর কয়েকদিনের মধ্যেই সেই অপেক্ষার অবসান হতে চলেছে, ----  ছাত্র ছাত্রীরা তাদের ফলাফল ( উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯ ) জানতে পেরে যাবে এই আশাই করা যায়।

♠ ২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা-

২০১৯ সালে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা এবছর অনেকটাই বেশি রয়েছে। একইসঙ্গে গত বছরের তুলনায় এবছর ৫৩ হাজার বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল।

♠ ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার টুকিটাকি খবর-

২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ ২০১৮ তে। এবং পরীক্ষা চলে ১১ এপ্রিল ২০১৮ পর্যন্ত। ২০১৮ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেয়েছিল ৮ জুন।

♠ যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯ জানা যাবে-


♠ SMS এর মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯ জানুন-

এসএমএসেও জানা যাবে উচ্চমাধ্যমিকের ফল। এক্ষেত্রে মোবাইলে WB12<স্পেস> রোল নম্বর লিখে 54242 , 5676750 , 58888 কিংবা 56263 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

♠ এবার দেখে নিন কীভাবে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯ দেখবেন

উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯ জানার জন্য পর্যায়ক্রমে একটু নমুনা আপনাদের সুবিধার্থে দেখেনো হল। এই পর্যায়গুলি অনুসরণ করে নিজে চেষ্টা করুন--

★ ধাপ-১ : প্রথমে লগ ইন করুন অফিসিয়াল wbresults.nic.in
★ ধাপ-২ : এরপর উচ্চ মাধ্যমিক ২০১৯-এর ওয়েব পেজের লিঙ্কে ক্লিক করে ‌যান
একটি নতুন পেজ খুলবে।
★ ধাপ-৩ : এখানে আপনার রোল নম্বর, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে
ফর্ম পূরণ করার পর সাবমিট করে দিতে হবে
★ ধাপ-৪ : ফল স্ক্রিনে ভেসে উঠবে
★ ধাপ-৫ : সেটি ভালো করে যাচাই করে, ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
বি: দ্র: মনে রাখবেন ফল দেখার সময় আগে থেকে হাতের কাছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন।

TAG- West Bengal Higher Secondary Result 2019 , Wbchse 12th Board result 2019,West Bengal Higher Secondary Result 2019 Dates, West Bengal H.S Result 2019, উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০১৯ , উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল ২০১৯, উচ্চমধ্যমিকের ফলাফল কিভাবে জানবো, উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখায় সাইট, উচ্চমাধ্যমিক ২০১৯ রেজাল্ট কবে প্রকাশ হবে, উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯ কিভাবে দেখবো, HS Result 2019, West Bengal Higher secondary result 2019, HS Results 2019, HS রেজাল্ট 2019, উচ্চ মাধ্যমিক ফলাফল 2019, উচ্চমাধ্যমিক 2019, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019, উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০১৯, উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০১৯, WBBHSE Result 2019
 

Delivered by FeedBurner